অ-প্রাপ্তবয়স্কদের মদ্যপান



এটা যেকোন ব্যক্তির ক্ষেত্রে ঘটতে পারে। আপনি কোন পার্টিতে গেলেন, বন্ধুদের সঙ্গে দেখা হল, হাসি-ঠাট্টা আর তারপরে ফুর্তির হুল্লোড়। এরপর ঘরে ফেরার পালা। আপনি টলমল পায়ে গাড়িতে উঠে স্টিয়ারিং-এ বসলেন। আপনি নিজেকে বলছেন, আপনি মোটেই মাতাল হননি, একটু খুশিয়ালভাবে হাই হয়েছেন আর কি! যতই হোক, কয়েকটা ড্রিঙ্ক তো নিয়েছেন। আপনাকে

কম বয়সীরা কেন মদ্যপান করে?

স্বীকৃত গবেষণা বলছে, কম বয়সীরা যে শুধুমাত্র বড়দের আচার আচরণ চিহ্নিত বা নকল করার জন্যই মদ্যপান করে তা নয়| তাদের মদ্যপানের বিভিন্ন রকম কারণ রয়েছে এবং সামাজিক বিন্যাসের ক্ষেত্রে অ্যালকোহল ব্যবহারিক থেকে প্রতীকী পর্যন্ত নানা ভুমিকা নিয়ে থাকে|

পিতামাতা হিসেবে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে কেন ছেলেমেয়েরা অ্যালকোহল পান করতে পারে, যাতে আপনার সন্তানকে আপনি সঠিক পথ দেখাতে প্রভাবিত করতে পারেন|

প্রথমবার পানের সময় বিরক্তিকর বা অপ্রীতিকর মনে হওয়া সত্ত্বেও ছেলেমেয়েরা অ্যালকোহলে আকৃষ্ট হতে পারে| এর স্বাদ তাদের ভালো নাও লাগতে পারে অথবা মদ্যপানের অনুভুতিটাও তাদের অপছন্দের হতে পারে, তার পরও তারা সাধারণত এতে লেগে থাকে| কম বয়সে মদ্যপানের ঝুঁকি সম্পর্কে তাদের জানা গুরুত্বপুর্ণ| কিন্তু তারা আপনার কথা শুনবে না বা আপনাকে বিশ্বাস করবে করবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি অ্যালকোহলের অন্য দিকটা এবং মানুষ কেন মদ্যপান করে, তা আপনি তাদের বলবেন|

ঝুঁকি গ্রহণ—গবেষণায় দেখা গেছে কুড়ি বছর বয়সের আগে মস্তিষ্কের বিকাশ খুব ভালভাবে হতে থাকে| এই সময়ের মধ্যেই তা গুরুত্বপূর্ণ সংযোগ সাধন করে থাকে এবং এর পর থেকে সেই ক্রিয়াকে পরিমার্জন করে থাকে| বিজ্ঞানীরা মনে করেন, এই দীর্ঘ সময়ের বিকাশ কম বয়সীদের ব্যবহারের ব্যাখ্যায় সহায়ক হয়ে থাকে—যেমন নতুন ও সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির সন্ধানের প্রবৃত্তি| কিছু ছেলেমেয়ের ক্ষেত্রে রোমাঞ্চের সন্ধান করা অ্যালকোহলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে| বিকাশের পরিবর্তন থেকে কেন কমবয়সীরা এত ঝোঁকের মাথায় কাজ করে—যেমন না বুঝে মদ্যপানের মত কাজ ইত্যাদি, যার পরিনতি ভালো হয় না—তার সম্ভাব্য শারীরবৃত্তীয় ব্যাখ্যা পাওয়া যেতে পারে|

Please select the social network you want to share this page with: