
20
Aug 2015পুরুষ ও মহিলাদের মধ্যে মদ্যপানের ক্ষেত্রে কেন পার্থক্য করা হয় ?
Posted by Responsible Consumption / in দায়িত্বশীল উপায়ে মদ্যপান / No comments yet
অ্যালকোহল পুরুষদের তুলনায় মহিলাদের ভিন্নভাবে প্রভাবিত করে। এর বেশ কয়েকটি কারণ আছে।
- গড়পড়তা হিসেবে মেয়েদের দেহের ওজন পুরুষের তুলনায় কম হয় আর যাদের ওজন কম তাদের ক্ষেত্রে রক্তে অ্যালকোহলের মাত্রা উচ্চ পর্যায়ে পৌঁছয় বেশি ওজনসম্পন্নদের তুলনায়।
- মেয়েদের দেহে অ্যাডিপোজ টিস্যু (ফ্যাট) বেশি, আর তাই তাদের দেহে অ্যালকোহল তুলনায় অনেক ধীর গতিতে শোষিত হয়, আর একইভাবে অ্যালকোহলের প্রভাব কাটতেও সময় লাগে বেশি।
- মেয়েদের দেহে জলের ভাগ পুরুষদের তুলনায় কম, আর তাই অ্যালকোহলকে তরল করার সুযোগও কম। একই ওজনের পুরুষ ও মহিলা একই মাপের অ্যালকোহল গ্রহণ করলে মহিলার ক্ষেত্রে রক্তে অ্যালকোহলের ঘনত্ব বেশি হবে।
- মেয়েদের শরীরে অ্যালকোহল ভেঙে দেওয়া উতসেচকের মাত্রাও কম। এই মাত্রা কম হওয়ার অর্থ হল মেয়েদের শরীরে অ্যালকোহলের স্থায়িত্ব বেশি হয়।